প্রেমের গানে সিদ্ধহস্ত কুমার শানু। তাঁর গান শুনে প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম। কিন্তু সেই মানুষটার জীবনেই রয়েছে অনেক উত্থান পতন। আশির দশকের মাঝামাঝি সময়ে রীতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন কুমার শানু। কিন্তু দুজনের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘদিনের তিক্ততার পরিণতি ছিল ডিভোর্স।